ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
প্রধানমন্ত্রীর সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে প্রজ্ঞাজ্যোতির মহাস্থবির বরণ উৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন

কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর্থিকখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও মাদক নির্মূলসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সঙ্গে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসামে প্রজ্ঞাজ্যোতির মহাস্থবির বরণ উৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সময়মতো সব প্রকল্পের কাজ সমাপ্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্পন্ন প্রকল্পের কাজ শেষ করতে হবে।

অন্যথায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কাজের গতি আনতে হবে। তা হলে গ্রামের মানুষ উন্নত জীবনযাত্রার সুবিধা পাবেন। এর ফলে শহরমুখী জনস্রোত রোধ করা সম্ভব হবে এবং সবার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে।

ড. জ্ঞনশ্রী মহাথেররের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (লাকসাম সার্কেল) নাজমুল হাছান, জেলা এলজিইডি প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সোহরাব আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল আলম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম বানু শান্তি, জেলা পরিষদ সদস্য আবু তাহের, অ্যাড. তানজিনা আক্তার, ড. ধর্মসেন মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু অজিত রঞ্জন বড়ুয়া, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, পায়াগালা নান্দ মহাথের, সুগাতা প্রিয়া থের, অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের, প্রিয়নন্দ মহাথের, সুমঙ্গল মহাথের, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক দলিলুর রহমান মানিক, সদস্য মনিরুল ইসলাম রতন, ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, নিজাম উদ্দিন শামিম, ওমর ফারুক, হারুনুর রশিদসহ পৌর কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।