ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুসল্লিদের খাবার বিতরণ করলেন মেয়রপ্রার্থী আতিকুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
মুসল্লিদের খাবার বিতরণ করলেন মেয়রপ্রার্থী আতিকুল ইজতেমায় আসা মুসল্লিদের মধ্যে খাবার বিতরণ করছেন আতিকুল-ছবি-বাংলানিউজ

ঢাকা: বিশ্ব ইজতেমায় আসা হাজার হাজার মুসল্লিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)  সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ব্যানারে মাইকে ঘোষণা করে মুসল্লিদের ডেকে বিনামূল্যে খেজুর, কেক, সমুচা, বিস্কুট ও পানির বোতল বিতরণ করা হয়।

পরে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ইজতেমা উপলক্ষে প্রতিবছরই আমরা এ ধরনের আয়োজন করি।

ইজতেমায় আসা মুসল্লিদের সামান্য কিছু শুকনো খাবার দিয়ে সহযোগিতা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

খাবার বিতরণকালে ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিব হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।