ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ধান-চাল মজুতের জন্য গুদাম নির্মাণ করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ধান-চাল মজুতের জন্য গুদাম নির্মাণ করা হবে বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: ধান-চাল মজুত রাখার জন্য সারাদেশে আরও বেশ কয়েকটি উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলার মান্দা উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।  

মন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলের খাদ্য মজুত সমস্যা নিরসনে নওগাঁয় একটি আধুনিক মানের সিএসডি নির্মাণ করা হবে।

খাদ্য বিভাগের গতিশীলতা আনতে দেশের প্রতিটি এলএসডিকে ডিজিটালাইজড করা হবে। মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরে এ বিভাগে কর্মরত সব কর্মকর্তাকে হুঁশিয়ার করেন।  

মন্ত্রী আরও বলেন, ধান কাটার পর বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে কিনা তা জানানো হবে। তবে কৃষক যাতে করে তাদের ফসলের ন্যায্য দাম পায় সে বিষয়ে সরকারের দৃষ্টি আছে।  

খাদ্য গুদাম পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মশফিকুর রহমান, মান্দা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক গোলাম রসুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।