ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার আবু নাসের হাসপাতাল থেকে ৬ দালাল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
খুলনার আবু নাসের হাসপাতাল থেকে ৬ দালাল আটক আবু নাসের হাসপাতাল থেকে আটক ৬ দালাল খুলনা ডিবি কার্যালয়ে। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্যকে আটক করেছেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সিদ্দিকুর রহমান (৪২), মো. আলাউদ্দিন আলাল (২৬), আসমা খাতুন (৪৩), রেহেনা খাতুন (৩৫), তাসলীমা বেগম (৪০) ও চম্পা খাতুন (৩২)।

আটকদের কাছ থেকে বিভিন্ন চিকিৎসক এবং ডায়াগনাস্টিক সেন্টারের ৭২টি কার্ড উদ্ধার করা হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত হাসপাতালে দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।  আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।