ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জলবায়ু পরিবর্তনে পরিবেশ ও ফসলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ প্রভাব মোকাবেলায় আমাদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত কনফারেন্স রুমে আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউআইএমসিসি) প্রকল্পের আওতায় ছাগল পালন প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র লিটন বলেন, গরিব মানুষের আর্থিক স্বচ্ছলতার জন্য ছাগল দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।

তবে এটি আরো বড় পরিসরে করার আহ্বান জানাই।

সচেতনের নির্বাহী পরিচালক হাসিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সচিব রেজাউল করিম, স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত, সমাজসেবা অফিসের উপ-পরিচালক রাশেদুল ইসলাম, সচেতনের প্রজেক্ট ম্যানেজার রফিকুল ইসলাম, কো-অর্ডিনেটর মহসিন আলম, প্রোগ্রাম অর্গানাইজার শারমিন আকতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।