ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটিএ’র কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
বিআরটিএ’র কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

ঢাকা: যানজটমুক্ত ও নিরাপদ সড়কের ঢাকা গড়তে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নগরবিদরা। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘যানজটমুক্ত ঢাকা, নিরাপদ সড়ক: আমাদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ তাগিদ দেন তারা।

মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শামসুল হক, স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাবেক এমপি মাহজাবিন খালেদ প্রমুখ।

বক্তারা বলেন, ক্রটিমুক্ত সড়কের ডিজাইন প্রণয়ন করতে হবে। বিআরটিএ প্রবর্তিত পদ্ধতিতে লাইসেন্স ও ক্রটিমুক্ত উপায়ে গাড়ির ফিটনেস দিতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়াতে চালক-নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। শতভাগ আইন মেনে গাড়ি চালালে দুর্ঘটনা শূন্যের কোঠায় চলে আসবে।  

পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে ব্যাপক সচেতনতা সৃষ্টির প্রয়োজন বলেও উল্লেখ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।