ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় পুলিশ সদস্য নিহত নজরুল ইসলামের পরিচয়পত্র

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় কাভার্ড ভ্যানচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নজরুল সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পাথালিয়াপাড়া এলাকার বরকত প্রমাণিকের ছেলে।

তিনি নওগাঁ আদালতে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে তিনি গাজীপুরে এসেছিলেন।  

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন শেষে বাসে করে মাওনা এলাকায় আসে নজরুল। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কিছু সময় পর তার মৃত্যু হয়।  

এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।