ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী রাণীশংকৈল সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তজিবর (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার শিমুলতলী বাজার এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে।  

নিহত তজিবর রহমান (৪০) উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহত আপেল রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার হামিদুল ইসলামের ছেলে।  

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শিমুলতলী বাজার এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তজিবর মারা যান। আপেলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।