ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
কবিরহাটে ইয়াবাসহ আটক ২

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার চাপরাশির হাট বাজারের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, কবিরহাট উপজেলার পূর্ব রামেশ্বরপুর গ্রামের বাহার মিয়ার স্ত্রী নার্গিস (৩৮) এবং একই উপজেলার উপদ্দিলামছি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আবুল কাসেম ওরপে বেদু (৪০)।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মাদ হাছান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ৪ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়। অন্যদিকে একই এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।