ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সোনালী অধ্যায় পার করছে বাংলাদেশ-ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
সোনালী অধ্যায় পার করছে বাংলাদেশ-ভারত সৈয়দ মোয়াজ্জেম আলী

ঢাকা: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, সোনালী অধ্যায় পার করছে বাংলাদেশ-ভারত। প্রতিবেশী দু’দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের জন্য লাভবান হচ্ছে সাধারণ মানুষ।

সোমবার ( ১৮ ফেব্রুয়ারি) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়, দিল্লিতে কৌটিল্যে ফেলোশিপ কর্মসূচি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়া ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশ-ভারত এখন সমান সমান জয়ের পর্যায়ে রয়েছে। এর ফলে শুধু দুই প্রতিবেশী দেশই নয়, গোটা অঞ্চলই লাভবান হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্ধৃতি উল্লেখ করে হাইকমিশনার বলেন, প্রতিবেশী কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশ-ভারত এখন সম্পর্কের রোল মডেল। আমাদের এ মডেল বিশ্বের সামনে তুলে ধরা উচিত।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।