ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আইএস সম্পৃক্ত শামীমা বাংলাদেশের নাগরিক নয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
আইএস সম্পৃক্ত শামীমা বাংলাদেশের নাগরিক নয় শামীমা, ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত শামীমা বাংলাদেশের নাগরিক নন। তিনি জন্মগতভাবেই যুক্তরাজ্যের নাগরিক।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে শামীমা বেগমকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এটা বাংলাদেশ সরকার অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে।

‘আমরা দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তিনি জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের জন্য শামীমা কখনো আবেদনও করেননি। তিনি কখনোই বাংলাদেশে আসেননি। যে কারণে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সব ধরনের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।