ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু ফেরি।

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে ছয়ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে।

এর আগে রাত ১টা থেকে বন্ধ ছিলো ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

পরে কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু করে। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়া ৭টি ফেরি নিজ গন্তব্যে পৌঁছায় বলে সূত্রটি নিশ্চিত করে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘলাইন সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. ফিরোজ হোসেন বাংলানিউজকে জানান, হঠাৎ করেই কুয়াশা প্রভাব বাড়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।