ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে নৌবাহিনীর সদস্যকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
বুড়িচংয়ে নৌবাহিনীর সদস্যকে গলা কেটে হত্যা ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় মেহরাব হোসেন (২০) নামে এক নৌবাহিনীর সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে পুলিশ উপজেলার ষোলনল ইউনিয়নের ভান্তির তুলতলা গ্রামের কেন্দ্রীয় মসজিদের পাশে থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত মেহরাব হোসেন উপজেলার ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খুলনায় ট্রেনিং শেষে চট্টগ্রামে যোগদান করতে যাওয়ার পথে মা-বাবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কুমিল্লা সেনানিবাস এলাকায় বাস থেকে নেমে গ্রামে যাওয়ার পথে দুবৃর্ত্তরা তাকে গলা কেটে হত্যা করে। ভোর তিনটায় তিনি সর্বশেষ তার মায়ের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, নিজ গ্রামেই দুবৃর্ত্তরা তাকে হত্যা করেছে। মরদেহ থানায় রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আবুল চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।