ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে কিশোরকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
কেরানীগঞ্জে কিশোরকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে জিসান (১৪) নামে এক কিশোরকে ছয়তলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জের কৈবর্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগ থেকে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

নিহত জিসানের মা হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, ‘সিফাত ও শাকিল নামে জিসানের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়।

পরে তারা তাকে হাজী জুলহাস শেখ ও রশিদ বেপারীর ছয়তলা বিশিষ্ট দুই ভবনের মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে খবর পেয়ে জিসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

জিসানের বন্ধুরাই তাকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে দাবি করেন হাজেরা। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার চান।

নিহত জিসানের বাবার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মজিদ সাকির এলাকায়। তিনি কালীগঞ্জ এলাকায় গার্মেন্ট শ্রমিকের কাজ করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।