ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে গাঁজাসহ ৩ শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ফুলবাড়ীতে গাঁজাসহ ৩ শিক্ষার্থী আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নয়াটারী এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা খলিশাকোঠাল গ্রামের বাসিন্দা ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী রবিউল ইসলাম (১৭), আজিমুল ইসলাম (১৮) ও গজেরকুটি গ্রামের বাসিন্দা ওই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবু সামা (১৮)।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াটারী এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই তালিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।