ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোমতী সেতু থেকে কাঁচপুর পর্যন্ত ৩২ কিমি. যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
গোমতী সেতু থেকে কাঁচপুর পর্যন্ত ৩২ কিমি. যানজট দাউদকান্দি গোমতী সেতু থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়কে তীব্র যানজট

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি গোমতী সেতু থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী যানবাহনের চাপের কারণে যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে ঢাকা থেকে কুমিল্লা যেতে দুই ঘণ্টার জায়গায় সময় লাগছে ৭-৮ ঘণ্টা।

 

স্থানীয় সূত্র জানায়, মেঘনা সেতুতে দুইলেনের কাজ চলমান থাকায় ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করেছে। ২১ ফেব্রুয়ারির সঙ্গে সাপ্তাহিক ছুটির কারণে লোকজন বাড়ি ফেরায় মহাসড়কে এ চাপ পড়েছে। এছাড়া গোমতী ও মেঘনা সেতুতে টোল আদায়ে ধীরগতি যানজটের অন্যতম কারণ বলে জানা যায়।  

কুমিল্লা থেকে ঢাকায় আসা যাত্রী পারভেজ জানান, আমি প্রায় সাড়ে ৭ ঘণ্টায় কুমিল্লা থেকে ঢাকা পৌঁছেছি। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কে মদনপুর, গজারিয়া ও মেঘনা সেতুতে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে যানবাহন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা অংশে যানজট নেই। তবে গোমতী সেতু থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত যানজট রয়েছে। এর প্রভাব হয়তো কুমিল্লা অংশে পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।