ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১৮ হাজার ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
১৮ হাজার ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব ১১ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে লোহার তৈরি একটি বক্সসহ তৈয়ব (৪৫) ও কামাল মিয়া (৩০) আটক করা হয়।

পরে বক্সটি ওয়ার্কশপে নিয়ে কেটে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তৈয়বের বাড়ি কক্সবাজারের টেকনাফ নাজিরপাড়া গ্রামে ও কামাল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বিষ্ণপুর গ্রামে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদ তৈয়ব ও কামাল জানায় তারা দীর্ঘদিন সাধারণ রাজমিস্ত্রী সেজে অভিনব কায়দায় লোহার তৈরি জ্বালাই করা বক্সের ভেতরে করে টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।