ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে জাল নোট-সরঞ্জামসহ ২ যুবক আটক

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
কেরানীগঞ্জে জাল নোট-সরঞ্জামসহ ২ যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ মো. জুয়েল হোসেন (২৬) ও জুয়েল মাদবর (২০) নামে দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার বন্দ নজরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১০ এর ধলপুর শাখার ডিএডি আবু নায়েম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের ডিএডি আবু নায়েম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার টাকার ১০৬টি জাল নোট, প্রিন্টার ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।