বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক শোক বার্তায় এই ট্র্যাজেডিতে হতাহতদের প্রতি সমবেদনা জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, ‘পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
‘এ ঘটনায় যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি এবং সারা দেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে তাদের পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি। ’
চকবাজারে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ জন পুড়ে মারা গেছে। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এর আগে, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদামে আগুন ধরে ১২৪ জন নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
টিআর/এমইউএম/এসআরএস