ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে এখনও ফায়ার সার্ভিসের সদস্যদের সতর্ক অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
চকবাজারে এখনও ফায়ার সার্ভিসের সদস্যদের সতর্ক অবস্থান বাংলানিউজ ফাইল ছবিফায়ার সার্ভিসের সদস্যদের সতর্ক অবস্থান। বাংলানিউজ ফাইল ছবি

ঢাকা: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে এখনও সর্তক অবস্থান করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন তাদের সর্তক অবস্থানের কথা বাংলানিউজকে জানান।

ইকবাল হোসেন বলেন, আমরা কর্মকর্তারা ও ফায়ারম্যান মিলে মোট ৩০ জন এখনও ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছি।

যদি কোনো জায়গায় ধোঁয়া বা অন্য কিছু দেখা যায় তাৎক্ষণিকভাবে কাজ করছি।

তিনি আরও বলেন, অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে অবস্থান করছি। আবারও কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে সেই প্রস্তুতি নিয়েই ঘটনাস্থলে অবস্থান করছি।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এজেডএস/এমইউএম/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।