সকালের দিকে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ড. সোহেল মাহমুদের সঙ্গে।
তিনি জানান, ঢাকা মেডিকেল মর্গের ফ্রিজ নষ্ট থাকায় অশনাক্ত ২১টি মরদেহের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৫টি, সোহরাওয়ার্দীতে ৫টি, কুর্মিটোলায় ৩টি, হৃদরোগ হাসপাতালে ৫টি ও ঢামেকের জরুরি বিভাগের ফ্রিজে ৩ মরদেহ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত নিহতদের স্বজনরা ৪৫টি মরদেহ শনাক্ত করে নিয়ে গেছে। আজকে সকালে আরেকটা শনাক্ত হয়েছে, সেটাও স্বজনদের নেওয়ার প্রক্রিয়াধীন।
মিটফোর্ড হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালের একটি সূত্র জানান, মধ্যরাতের পরে মরদেহগুলো তারা বুঝে পেয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এজেডএস/এসএইচ