বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, তারা ঝুঁকিতে ছিলো, এখনো ঝুঁকিতে আছে।
তিনি আরো বলেন, বার্ন ইউনিটে থাকা সর্বশেষ নয়জনের মধ্যে পাঁচজন আইসিইউতে, তারা সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছেন।
তবে তাদের সুচিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সামন্ত লাল।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এমআইএইচ/এমএমইউ/জেডএস