ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
কালিয়াকৈরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে উপজেলার সফিপুর আহমদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে আন্দারমানিক এলাকায় একটি দোকানে বসেছিল নাজমুল। এসময় ওই দোকান থেকে দুর্বৃত্তরা তাকে জোর করে পেঁপে বাগান নামক স্থানে নিয়ে। পরে সেখানে তাকে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।