ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নৈশ প্রহরীকে বেঁধে দোকানের মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
নৈশ প্রহরীকে বেঁধে দোকানের মালামাল লুট

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাজারে নৈশ প্রহরীকে বেঁধে অস্ত্রের মুখে দু’টি দোকানের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনায় ঘটে।  

নৈশ প্রহরী মরণ বেপারী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে ১০ চাকার ট্রাকযোগে ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল বাজারে আসে।

এরপর প্রথমে তাকে মারধর ও পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ‘মুক্তি টেলিকম’ ও ‘আলামিন স্টোরে’র তালা ভেঙে ৩০টি গ্যাস সিলিন্ডার, মোবাইল সেট, নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী রাশেদ সরদার এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।  

খবর পেয়ে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিশদর্শন করে গৌরনদী থানা পুলিশ।  

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।