ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
রাজশাহীতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী প্রথম শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি উন্মুক্ত আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন,১৯৭৫ সালের পর এদেশের যুব সমাজকে বিপথগামী করা হয়েছিল।

বিপথ থেকে বতর্মানের যুব সমাজকে ফিরিয়ে এনে তাদের ক্রীড়ার মধ্যে আনা হচ্ছে। খেলাধুলাই পারে যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে।

মেয়র আরও বলেন, বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হচ্ছে। এদেশের ছেলেরা আগামীতে আরও ভালো করবে আশা করছি। এ সময় মেয়র আগামীতে আরও বড় পরিসরে এ দাবা প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার ঘোষণা দেন।

রাজশাহী জ্ঞানের আলো পাঠাগার আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঠাগারের পরিচালক কাওসার আলী ইতু। শুভেচ্ছা বক্তব্য দেন পাঠাগারের উপদেষ্টা মাসুদ রানা। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা দাবা সমিতির সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহমুদ জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।