ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবককে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবককে ছুরিকাঘাত ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবককে ছুরিকাঘাত করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের শিমরাইল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিমরাইল কান্দি এলাকার নাজমুল হকের ছেলে দিনাজ (২৭), তাজুল ইসলামের ছেলে মো. তুহিন (২৬)।

আহত দিনাজ বাংলানিউজকে জানান, রাতে বাসা থেকে বের হওয়ার সময় ওই এলাকার ছাত্রদল নেতা শাকিল, ইমন ও শাওনের নেতৃত্বে আমার উপর হামলা চালায়। আমাকে বাঁচাতে আমার ভাগিনা তুহিন এগিয়ে আসলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

তবে আহত দিনাজের অভিযোগ, শাকিল ও ইমন প্রায় সময়ই এলাকায় মাদক কেনা-বেচা করত। আমি বাধা দেয়াতে আমার উপর হামলা চালিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, আমি এই ব্যাপারে কিছু জানি না।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৯
এমএন/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।