রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার পর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একাধিক সূত্র বলছে, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার কথা।
বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীদের নামিয়ে আনলেও দুইজন ক্রু প্লেনের ভেতরে রয়েছেন। ভেতরে গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের সংসদ সদস্য (এমপি) ও জাসদনেতা মাঈন উদ্দিন বাদলও ওই প্লেনের যাত্রী ছিলেন। তিনি প্লেন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, প্লেনে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার হাতে পিস্তল দিয়ে গুলি করে। তবে পাইলট ও যাত্রীরা নিরাপদে রয়েছেন।
সময় টেলিভিশনকে বাদল বলেন, ‘অস্ত্রধারী ওই ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। তাকে আত্ম-সমর্পণের চেষ্টা চলছে। '
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনী। আর রানওয়েতে অবস্থান করা প্লেনটি ঘিরে রেখেছে পুলিশ, র্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, বিমানবন্দরে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১০টি গাড়ি পৌঁছে গেছে। এ ছাড়া ২০টি দুই চাকার (টু হুইলার) বিশেষ অগ্নিনির্বাপক গাড়ি প্লেনটির চারপাশে রাখা হয়েছে।
ঘটনার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী একব্যক্তি সময় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, জরুরি বহির্গমন পথ দিয়ে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে ছুটে যায়। পরে ক্রেন দিয়ে উপরে ওফে প্লেন থেকে পাইলটকে নিরাপদে নামিয়ে আনতে দেখেছি। একই সঙ্গে অস্ত্রধারী ওই ব্যক্তি দুই তিনটি গুলি করে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯/আপডেটেড: ১৮৪৯ ঘণ্টা
টিএম/এআর/এমএ/