ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পিকআপভ্যানের ধাক্কায় আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
সিলেটে পিকআপভ্যানের ধাক্কায় আহত ৩ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের নগরের কাজিরবাজার সেতু সংলগ্ন জিতু মিয়ার পয়েন্টে পিকআপভ্যানের ধাক্কায় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সোনাজুড় গ্রামের লাইব আলীর ছেলে আলিম মিয়া (৪০), তাহের উদ্দিন (৩০) ও সিএনজিচালিত অটোরিকশাচালক জালালাবাদ এলাকার নাজিরের গাওয়ের শানুর আলীর ছেলে জাহাঙ্গীর (২৪)।

আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত আলিম মিয়ার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিকআপভ্যানটি দ্রুতগতিতে পুলিশ লাইন্সের দিকে চালিয়ে যাচ্ছিলো। পথে নগরের কাজিরবাজার সেতু সংলগ্ন জিতু মিয়ার পয়েন্টের কাছে এলে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে অটোরিকশাচালকসহ দুই পথচারী আহত হন। দুর্ঘটনার পর পরই গাড়িটি রেখে সটকে পড়েন পিকআপভ্যানচালক রুবেল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন ওসমানী মেডিকেল ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ি পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।