ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু মরদেহ দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরের মহিষবাথান উত্তর পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরের মহিষবাথান উত্তরপাড়া এলাকা দিয়ে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে সেলিনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেলিনা গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি থেকে বের হয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।  

পরে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান  ওসি ইকবাল।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।