ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় শোকের বার্তা এলো পালনের পর!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
রাষ্ট্রীয় শোকের বার্তা এলো পালনের পর! মোবাইলে আসা শোক বার্তার স্ক্রিনশট

ঢাকা: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করার পর মোবাইল ফোনে এসেছে সেই শোকের বার্তা। মন্ত্রিপরিষদ বিভাগের নামে আসা এ বার্তা নিয়ে চলছে সমালোচনা।
 

গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সবশেষ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন দুইজনসহ ৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত মানুষ।


 
গত রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে জাতি।
 
সেই ঘোষণা অনুযায়ী সোমবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে শোকের আবহে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
 
কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের দিবাগত রাতে (২৬ ফেব্রুয়ারি) মোবাইলে এসএমএসের মাধ্যমে শোকের বার্তাটি দেওয়া হয়েছে। একটি মোবাইল ফোন অপারেটরের কয়েকজন গ্রাহকের কাছে গভটইনফো (Govtinfo) থেকে আসা ওই এসএমএসে বলা হয়, ‘রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহতদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি সোমবার সরকার কর্তৃক রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে- মন্ত্রিপরিষদ বিভাগ’।
 
সরকারি বার্তাগুলো সাধারণত গভটইনফো অ্যাড্রেস থেকেই আসে।
 
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।