ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাচোলে র‌্যাবের অভিযানে জেএমবির ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
নাচোলে র‌্যাবের অভিযানে জেএমবির ২ সদস্য আটক বাইরুল ও শফিকুল। ছবি-বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঝইর এলাকা থেকে উগ্রবাদী বই, লিফলেট ও হ্যান্ডনোটসহ জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। 

আটক ব্যক্তিরা হলেন নাচোল উপজেলার ফুরসেদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে   বাইরুল (৩৪) ও একই এলাকার মমতাজ হোসেনের ছেলে শফিকুল (৪৮)।  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে জেএমবি সদস্যরা নাচোল উপজেলার আঝইর এলাকার একটি পেয়ারা বাগানে গোপন বৈঠক করছিলেন।

খবর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে উগ্রবাদী বই, লিফলেট ও হ্যন্ডনোটসহ বাইরুল ও শফিকুল নামে জেএমবির দুই সদস্যকে আটক করে। এসময় সেখান থেকে ছয়/সাতজন পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে   জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।