ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় লোকমান হোসেন (৩০) এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার এন্তাজ আলীর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, নিহত লোকমান বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে জমিতে যাচ্ছিলেন। সিঅ্যান্ডবি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস লোকমানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।