ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
দিনাজপুরে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুরে শহরে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন (৪২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর শহরের কালিতলা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোটডাঙ্গাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর র‌্যাব ১৩ ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স।  

তিনি আরও জানান, আটক জাহাঙ্গীর দীর্ঘদিন কসমেটিকস ব্যবসার আড়ালে ইয়াবা পাচার করে আসছিলেন। দুপুরে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩০ হাজার পিস ইয়াবা ঢাকায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এসময় মাদক বিক্রির ৩ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়।  এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯/আপডেট: ১৯০৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।