ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজার অগ্নিকাণ্ডে ইউরোপীয় ইউনিয়নের শোক   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
চকবাজার অগ্নিকাণ্ডে ইউরোপীয় ইউনিয়নের শোক   

ঢাকা: ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিসের শোক বার্তায় বলা হয়, চকবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে সংস্থাটি।

এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ইইউ।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ঢাকার চকবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেছেন প্রায় ৬৭ জন। আহত হয়েছেন আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯   
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।