ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জুয়াড়িসহ আটক ১১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ময়মনসিংহে জুয়াড়িসহ আটক ১১ ময়মনসিংহ ডিবি কার্যালয়ে আটকরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে চার মাদকবিক্রেতা ও সাত জুয়াড়িসহ ১১ জনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা জুয়াড়িরা হলেন-নজরুল (৫০), রাসেল মিয়া (৩০), দুলাল ওরফে দুলু (৩৫), হেলিম মিয়া (৩২), তারা মিয়া (৩৮),  ইনছান আলী (৪২), বাদল মিয়াকে (৩০), মাদকবিক্রেতারা হলেন- শহীদুল ইসলাম কাঞ্চন (৩০), রমজান সরদার তপন (২৫), নজরুল ইসলাম ওরফে নজু মিয়া (৬৫) ও  রবিকুল ইসলাম রবি।

জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ সদরের চরঈশ্বরদিয়া এলাকা থেকে নগদ ৯৫০ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ওই সাত জুয়ারিকে আটক করা হয়।  

এছাড়াও পৃথক অভিযানে নগরের আকুয়া, চরপাড়া এবং গৌরীপুরের শ্যামগঞ্জ এলাকা ১৮০ পিস ইয়াবাসহ চার মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে বলেও জানান ওসি কামাল।  

বাংলাদেশ সময় ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।