ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় ট্রাকের চাপায় আলমগীর হোসেন (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোয়ালপাড়া-পানামী সড়কের রাজধরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন খুলনার কয়রা থানার গোবরা বেড়বামিয়া গ্রামের বাবু সানার ছেলে।

তিনি গোয়ালপাড়ার একটি ইটভাটার শ্রমিক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, দুপুরে আলমগীর মোটরসাইকেল নিয়ে রাজধরপুর নামক স্থান পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় গোয়ালপাড়া বাজার থেকে পানামীগামী বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।