মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দনপুর-কলারোয়া সড়কে এ ঘটনা ঘটে। জামশেদ আলী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জামশেদ আলী হেঁটে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে মাটিতে পড়ে যান তিনি। পরে আর উঠতে না পেরে সেখানেই মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আরএ