ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কলা‌রোয়ায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে বৃ‌দ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
কলা‌রোয়ায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে বৃ‌দ্ধের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে জামশেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়া‌রি) দুপুরে উপ‌জেলার চন্দনপুর-কলারোয়া সড়কে এ ঘটনা ঘটে। জামশেদ আলী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, জামশেদ আলী হেঁটে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে মাটিতে পড়ে যান তিনি। প‌রে আর উঠতে না পে‌রে সেখা‌নেই মারা যান।  

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলা‌নিউজ‌কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।