মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকার ফজলুর রহমানের ছেলে রাজু (২৫), সোহরাবের ছেলে বাদশা (৩০), আ. মান্নানের ছেলে সজিব (১৯), হাসান আলীর ছেলে পলাশ (২২) ও আ. রউফের ছেলে আতিকুর (২৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে কাটাবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই ইয়াবা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানো আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসআরএস