মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যলয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- জয়পুরহাট জেলার মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০), একই জেলার নাজিমুদ্দিনের ছেলে আক্তার আলম (৪৫) ও বগুড়া জেলার আব্দুল হাকিমের ছেলে আইনুল হক (২৭)।
সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, ২৪ ফেব্রুয়ারি (রোববার) জেলার সদর উপজেলা থেকে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে জেলার তিলকপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে মোট আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জিপি