মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। শহীদুল ইসলাম উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকার প্রতিবেশী গণী হাজীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সমিতির হিসাব সংক্রান্ত বিষয়ে এ হত্যা সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক শহীদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
ওসি আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে নাজিরপুর নতুন পাড়া এলাকার মোকাম আলীর লিচু বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় কালু বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। তার বুকের দুই জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানায়, আবুল কালাম আজাদ সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে গ্রামের দক্ষিণপাড়ায় তাদের একটি সমিতির মিটিংয়ে যান। পরে আর বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই এলাকার এক লিচু গাছের ডালের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আরএ