ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রধানমন্ত্রীর কথায় নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
‘প্রধানমন্ত্রীর কথায় নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি’

জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নিজের পায়ে দাঁড়াতে বলেছেন। ভালোই হয়েছে, একটু পা কাঁপলেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ সব কথা বলেন জাসদ নেতা।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মঈনুদ্দিন খান বাদল বলেন, আমার মনে হচ্ছে আমরা অনেক জায়গায় সংবিধান লঙ্ঘন করছি কি না এটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে।

সংসদকে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু করতে হলে সংসদ সদস্যদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রের সম্পদ সমস্ত উচ্চবৃত্তদের হাতে হস্তান্তরিত হচ্ছে। আমরা সমাজকে এমনভাবে এগিয়ে এনেছি এক টাকা চুরি করলে বলি চোর। আর ১শ’ কোটি টাকা চুরি করলে বাপের ব্যাটা! খালেদা জিয়া দুর্নীতির মামলায় ৫৮ বার সময় চেয়ে পেয়েছেন। আমি মামলা খেলে কতবার সুযোগ দেওয়া হয় দেখবো। আমাদের দেশে একটি দুষ্টচক্র সৃষ্টি হয়েছে। এই দুষ্ট চক্রের গ্রন্থিতে প্রচণ্ড আঘাত হানা উচিত এবং এখনই আঘাত হানতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বাদল বলেন, বঙ্গবন্ধু আমাদের গৌরব, এই গৌরবকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনিই শেষ ভরসা। আপনাকে প্রসংশা করার জন্য নয়, গণতন্ত্রকে সুসংহত ও সুদৃঢ় করার জন্যই নয়, সবকিছুর জন্য আপনিই ভরসা।

তিনি আরো বলেন, মিথ্যা ভিত্তির উপর সত্য স্থাপিত হয় না। ড. কামাল হোসেন সাহেবরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেন। কিন্তু নির্বাচনে ২৫ লাখ টাকা খরচ করার কথা বলা হয়েছে। তারা নির্বাচনে এই টাকা খরচের বিষয়ে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেন না। তথাকথিত রাজপথের বিরোধী দলকে কামাল হোসেনসহ বলবো এত ঘৃণা ছড়িয়ে গণতন্ত্র হয় না। ঘৃণা বিদ্বেষে কেউ কেউ নিশ্চিহ্ন হয়ে যায়!

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯ 
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।