মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ সব কথা বলেন জাসদ নেতা।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মঈনুদ্দিন খান বাদল বলেন, আমার মনে হচ্ছে আমরা অনেক জায়গায় সংবিধান লঙ্ঘন করছি কি না এটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বাদল বলেন, বঙ্গবন্ধু আমাদের গৌরব, এই গৌরবকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনিই শেষ ভরসা। আপনাকে প্রসংশা করার জন্য নয়, গণতন্ত্রকে সুসংহত ও সুদৃঢ় করার জন্যই নয়, সবকিছুর জন্য আপনিই ভরসা।
তিনি আরো বলেন, মিথ্যা ভিত্তির উপর সত্য স্থাপিত হয় না। ড. কামাল হোসেন সাহেবরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেন। কিন্তু নির্বাচনে ২৫ লাখ টাকা খরচ করার কথা বলা হয়েছে। তারা নির্বাচনে এই টাকা খরচের বিষয়ে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেন না। তথাকথিত রাজপথের বিরোধী দলকে কামাল হোসেনসহ বলবো এত ঘৃণা ছড়িয়ে গণতন্ত্র হয় না। ঘৃণা বিদ্বেষে কেউ কেউ নিশ্চিহ্ন হয়ে যায়!
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসকে/এমজেএফ