মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ওই ইউনিয়নের বাহাদুর পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নার্গিস ওই গ্রামের শিরীন মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ বাড়ির লোকজন একটি কক্ষের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের টিনের চালের ফাঁক দিয়ে দেখতে পান নার্গিস গালায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এসময় স্বজনরা সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সুনামগগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সুনামগঞ্জ সদর উপ-পরিদর্শক (এসআই) পাপেল রায় বাংলানিউজকে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের কেরনি। তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিন।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জিপি