ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সন্তান বাঁচাতে মেঘনায় ঝাঁপ, নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সন্তান বাঁচাতে মেঘনায় ঝাঁপ, নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার  নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার করে আনা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: সন্তানকে বাঁচাতে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মা কোহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মুন্সিগঞ্জ সদরের চরকেউয়ার ইউনিয়নের আলিরটেক কাউয়ারী কুজিয়ারচর মেঘনা নদী থেকে নৌ-পুলিশ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।  

এর আগে সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি হাসান ইমাম-২ লঞ্চটি মেঘনা নদীতে এলে মোহাম্মদ (৩ মাস) নামে শিশুটি নদীতে পড়ে যায়।

এসময় শিশুটিকে বাঁচাতে তাৎক্ষণিক তার মা ইভাও পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনায় নিখোঁজ হন মা ও শিশু। এখনো শিশুটির খোঁজ মেলেনি।  

কোহিনুর রহমান ইভা মুন্সিগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান একটি কোরিয়ান কোম্পানির প্রকৌশলী। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকেন তিনি।  

চর আব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ নামে একটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছালে ৩ মাসের সন্তান মোহাম্মদ নদীতে পড়ে যায়। এসময় সন্তানকে বাঁচাতে মা ইভাও নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় মা ও সন্তান দুইজনই নিখোঁজ থাকেন। পরে মঙ্গলবার বিকেলে ভাসমান অবস্থায় মা কোহিনুর রহমান ইভার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতের ছোট বোন জামাই অ্যাডভোকেট মো. মাহবুব জানান, ইভা ঢাকার মোহাম্মদপুর থেকে সোমবার দুপুর দেড়টার দিকে সদরঘাট থেকে লঞ্চে করে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দেন। পরে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে তিনি নামতে না পেরে ছটফট করতে থাকেনে। এসময় মেঘনা নদীর মতলব থানার ষাটনল এলাকায় হঠাৎ তার কোল থেকে ৩ মাসের শিশু সন্তান পড়ে যায়। সন্তানকে বাঁচাতে তিনিও নদীতে ঝাঁপ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।