ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সৈয়দপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

নীলফামারী: ভেজালবিরোধী অভিযানে নীলফামারীর সৈয়দপুরের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহর ও শহরের অদূরে খিয়ারজুম্মায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নীলফামারী জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকি সেফ।

 

এসময় সৈয়দপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক ও পৌর স্যানেটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।   

সংশ্লিষ্ট সূত্র জানায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং সরবরাহের দায়ে উপজেলা শহরের সোনালী বেকারিকে ৫০ হাজার, শহরের পাঁচমাথা মোড়ের মামা হোটেলকে পাঁচ হাজার, শেরেবাংলা সড়কের গোলজার হোটেলকে পাঁচ হাজার, বিজলী হোটেলকে ১০ হাজার ও খিয়ারজুম্মার হামিম বেকারিকে ১৫ হাজারসহ মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নীলফামারী জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকি সেফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।