ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
নিরাপদ সড়কের দাবিতে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে-ছবি-বাংলানিউজ

খুলনা: খুলনার সব সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি চলছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত।

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসক নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে এ কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।

এতে চরম বিপাকে পড়েছেন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক (অব.) ও চালকের মর্মান্তিক মৃত্যু ঘটে। খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার রাড়ীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন ডা. শাহাদাত হোসেন (৬৩), কিওর হোম ক্লিনিকের পরিচালক ও এনেসথেসিয়া চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন (৬১) প্রাইভেটকারযোগে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিলেন। ফুলতলার রাড়ীপাড়া ঈদগাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন তারা।

মঙ্গলবার বাদ জোহর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিহতদের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

দুই চিকিৎসকের মৃত্যুতে এ কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার নেতারা।

সরেজমিনে দেখা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসক কিংবা ইন্টার্ন চিকিৎসকদের দেখা যায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, আমাদের দুই সহকর্মী হারিয়ে আমরা মর্মাহত ও শোকাহত। তাদের নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে জরুরি রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা এ প্রতিবাদের মাধ্যমে ঘাতক বাসচালকের সর্বোচ্চ শাস্তি চাই।

এদিকে, দুই চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতি শেষ হওয়ার পর বুধবার সকাল ১০টায় বিএমএ ভবনের সামনে থেকে শোক র‌্যালি করবেন চিকিৎসকরা। পরে শহীদ হাদিস পার্কে শোক সমাবেশ করবেন তারা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।