মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে মাছ-মাংস আমদানিকারক প্রতিষ্ঠান 'সেফ অ্যান্ড ফ্রেস ফুড লি.' নামে একটি কোম্পানির হিমাগারে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-২ এ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযান চলছে। আমদানি করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাংস ও মাছ এখানে মজুদ করে রাখা হয়েছে। সুন্দরভাবে প্যাকেটজাত করে রাখা হলেও মাছ-মাংসের মেয়াদ শেষ হয়েছে গত বছরই। আর এসব মাছ-মাংস সরবরাহ করা হতো বিভিন্ন সুপারশপ ও নামিদামি হোটেল-রেস্তোরাঁয়।
এ পর্যন্ত মেয়াদোত্তীর্ণ প্রায় ১১শ মণ গরু, মহিষ ও ভেড়ার মাংস ও ৪শ মণ মাছ, কাঁকড়া, শামুক জব্দ করা হয়েছে। এ অপরাধে হিমাগারটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, হিমাগারটিতে ভারতীয় কোম্পানি 'রুস্তম ফুড' ও 'ফুড চেইন এশিয়া লি.' নামক সরবরাহকারী প্রতিষ্ঠানের পণ্য বেশি রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
পিএম/এএ