ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
রাজবাড়ী পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরে পুকুরের পানিতে ডুবে শহিদা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা সদরের বানিয়াবহ ইউনিয়নের বানিয়াবহ গ্রামের বাড়ির পাশে একটি পুকুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদা বানিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো।

সে ওই এলাকার ফয়েজ উদ্দিন মল্লিকের মেয়ে।

নিহতের বড় বোন মোছাম্মদ ফরিদা বেগম বাংলানিউজকে বলেন, শহিদা মৃগীরোগে আক্রান্ত ছিলেন। বিকেলের দিকে শহিদা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। তার ফিরতে দেরি দেখে বাড়ির লোকজন তাকে পুকুরে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক আনাম বাংলানিউজকে বলেন, ওই মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।