ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র!

ঢাকা: নিজেদের সেনা কর্মকর্তা-সচিব কিংবা জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা পরিচয় দিতেন। চাকরিপ্রার্থীদের ভুয়া ইন্টারভিউর নাম করে টাকার বিনিময়ে দিতেন নিয়োগপত্র। আর সেই নিয়োগপত্রসহ কাজে যোগদান করতে গেলেই বাধে বিপত্তি।

চাকরিপ্রার্থীরা যখন বুঝেন টাকার বিনিময়ে কিনেছেন ভুয়া নিয়োগপত্র, তখন আর কিছুই করার থাকে না। এর মধ্যেই টাকা নিয়ে পালিয়ে যান কথিত সরকারি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক চক্রের সদস্যরা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ওই প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন- তারিকুল ইসলাম ওরফে তারেক (৪০), রবিউল করিম ওরফে ডলার (৪২), রবিউল আউয়াল (৩৯), মিজানুর রহমান বাদশা (৪০), হাফিজুর রহমান (৪৬), মাসুদুল হক (৬৫), আব্দুল হান্নান (৬৫), রাসেল (২৬) ও একজন কিশোর অপরাধী।

এসময় তাদের কাছ থেকে ২টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ২টি সিল তৈরির মেশিন, ২৫টি ভুয়া নিয়োগপত্র, ৯৪টি খালি নিয়োগপত্র, বিভিন্ন সরকারি দফতরের সিল ১০০টি, ৫টি ব্যাংক চেক, ২৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, চক্রের সদস্যদের কেউ কেউ নিজেদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, সচিব বা জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। তারা চাকরিপ্রার্থীদের টার্গেট করে সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে আসছিল।

পক্ষান্তরে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে দিতো ভুয়া নিয়োগপত্র। সেসব নিয়োগপত্র নিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন, পক্ষান্তরে চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল হক।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।