তিনি বলেন, ১০ বছর আগে মাথাপিছু আয় ছিল সাড়ে ৫শ’ ডলার। এখন সেটা বেড়ে সাড়ে ১৭ থেকে ১৮শ’ ডলার হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত 'সন্ত্রাস মাদক ও দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিকদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, পাকিস্তানের দারিদ্রসীমা শতকরা ৩০ ভাগ। আমাদের দারিদ্রসীমা প্রায় ৯ এর নিচে নেমে এসেছে। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। করাচির মতো শহরে ১২ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এখন পাকিস্তানের জনগণই বলে, পাকিস্তান কো বাংলাদেশ বানা দো।
তিনি বলেন, পৃথিবীর কেউ কখনো ভাবে নাই, এত বড় একটা পদ্মাসেতু, দরিদ্র বাংলাদেশ নিজের টাকায় তৈরি করতে পারবে। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু ৭২ বছর। ভারতের ৬৮ আর পাকিস্তানের ৬৬ বছর গড় আয়ু। আমাদের ৯৮ ভাগ বাচ্চারা স্কুলে যায়। ভারত ও পাকিস্তানের ৯০ ভাগের মত বাচ্চা স্কুলে যায়। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে, দেশের উন্নয়ন হবে হৃদপিণ্ড। আর আত্মা হবে গণতন্ত্র। দু’টি মিলিয়ে হবে বাংলাদেশ।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শাহ মাজহারুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান এনায়েত কবির, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মহসিন ভূঁইয়া, বাংলাদেশ লেবার পার্টির যুগ্মমহাসচিব রাজু আহমেদ পোদ্দার, জনতালীগের ভাইস চেয়ারম্যান ডাক্তার মিলন, তাজুল ইসলাম, আবদুস সোবহান ও কামরুল ইসলাম কাজল প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমএমআই/টিএম/আরবি/