বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুমি আক্তার (১৯)।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বাংলানিউজকে জানান, জানুয়ারি মাসে দাড়িয়াপুর গ্রামের রুমি আক্তারের সঙ্গে বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলামের বিয়ে হয়। পরে মেয়ের পরিবার জানতে পারে শরিফুল মাদকাসক্ত। মঙ্গলবার রুমি তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। রাতের খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে রুবির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাদের ঘরে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে রুবি ও তার স্বামীকে ডাকাডাকি করতে থাকেন। সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকলে বিছানায় রুবির মরদেহ পরে থাকতে দেখেন। এসময় শরিফুল ইসলাম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে খবর দেন তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে শরিফুলকে আটক করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রুবিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আরএ